Pages

Monday, January 25, 2010

টাস্ক ম্যানেজার সক্রিয় করুন

কম্পিউটারে ভাইরাসের কারণে অনেক সময় টাস্ক ম্যানেজার নিষ্ক্রিয় হয়ে যায়। তখন টাস্ক ম্যানেজার ওপেন করা যায় না এবং ওপেন করতে গেলে Task Manager has been disable by your administrator লেখা মেসেজ আসে। এমন হলে start/all programmes/accessories-এ গিয়ে নোটপ্যাড খুলুন। নিচের কোডটি নোটপ্যাডে হুবহু লিখুন—Windows Registry Editor Version 5.00[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]“DisableTaskMgr”=dword:00000000এখন file/save as-এ গিয়ে TMEnabled.reg নামে নোটপ্যাডটি সেভ করুন। লক্ষ করুন, TMEnabled.reg নামে একটি আলাদা ফাইল তৈরি হয়েছে। এখন এই ফাইলটি ওপেন করলেই টাস্ক ম্যানেজার সক্রিয় হবে। এ ছাড়া start/run-এ গিয়ে REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 / লিখে enter চেপে টাস্ক ম্যানেজার সক্রিয় করতে পারেন। —খালেদ মাহমুদ খান

0 comments:

 
double glazing