Pages

Wednesday, May 26, 2010

সহজেই গুগল ইমেজ সার্চের ছবি ডাউনলোড

গুগল ইমেজ সার্চে ছবি ডাউনলোড করতে হলে সার্চের ছবির ওপর ক্লিক করে বড় করে সেভ করতে হয়। ফলে একাধিক ছবি ডাউনলোড করা যেমন ঝামেলা তেমনই সময়সাপেক্ষ ব্যাপার। তবে গুগল ইমেজ ডাউনলোডার সফটওয়্যার দ্বারা সহজেই সার্চে পাওয়া ছবিগুলো ডাউনলোড করা যায়। এজন্য http://googleimagedown.sourceforge.net থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন। পোর্টেবল এই সফটওয়্যারটি চালু করে কিওয়ার্ড লিখে ছবি সার্চ করে মূল ছবি সহেজই ডাউনলোড করতে পারেন।

0 comments:

 
double glazing