Pages

Wednesday, April 28, 2010

ভিডিও ফাইলের ছবি হবে আরো স্বচ্ছ

Mkv ফরম্যাটের ভিডিও ফাইল তুলনামূলকভাবে অনান্য ভিডিও ফরম্যাট থেকে অনেক পরিস্কার।mkv ভিডিও ফরম্যাটে যারা ভিডিও ফাইল দেখেছেন তারাই বুঝতে পারবেন এর ছ্বির মান কতটা জীবন্ত। আপনার ভিডিও ফাইলকে এমকেভি ভিডিও ফরম্যাটে রূপান্তর করতে ভিডিওটুএমকেভিসফটওয়্যার দিয়ে।মাত্র ৪.০৫ মেগাবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করুন www.zinious.com থেকে। সফটওয়্যারটিতে ড্রাগ-ড্রপ করে এনে application মেনু থেকে আউটপুট ফোল্ডার নির্ধারণ করে start process কিউ বাটনে ক্লিক করলে Mkv ফরম্যাটে ভিডিও তৈরী হবে।এরপর ভিডিও ফাইলটি দেখলেই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন।

0 comments:

 
double glazing