Pages

Sunday, April 25, 2010

পিসি থেকেও দেখা যাবে মোবাইল সাইট

পিসি থেকে সাধারনত মোবাইলের ওয়াপ সাইটগুলো দেখা যায় না।তবে মজিলা ফায়ারফক্সে wmlbrowser addon ইনস্টল করলে ওয়েব সাইটের মতই ওয়াপ সাইট দেখতে পাবেন। ফায়ারফক্সের ১.৫ সংস্করণ বা এর পরের সকল সংস্করণে উইন্ডোজ এবং লিনাক্সে এই addon সমর্থন করবে। মাত্র ৮৮ কিলোবাইটের এই প্রোগ্রামটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/62 থেকে ডাওনলোড করুন । এই addon এর নিজস্ব সাইট http://wmlbrowser.mozdev.org সাইট থেকেও আপডেট তথ্য পাবেন।

0 comments:

 
double glazing