Pages

Saturday, April 24, 2010

পিডিএফ ফাইল যেভাবে তৈরী করবেন

অনেকেই আমার কাছে পিডিএফ ফাইল তৈরীর উপায় জানতে চেয়েছেন।তাদের জন্যই একটি সফটওয়্যারের লিংক দিচ্ছি। doPDF নামের ১.৪৫ মেগার এই সফটওয়্যারের সাহায্যে সহজেই pdf ফাইল তৈরী করা যাবে। http://www.dopdf.com/
থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। যে ফাইল কে পিডিএফ করবেন সেটি খুলে print অপশনে যান, প্রিন্টার অপশনে “do pdf” নামে ১টি প্রিন্টার আছে। এটি select করে পিডিএফ ফাইলটি কোখায় সেভ করতে চান তা দেখিয়ে দিন।

0 comments:

 
double glazing