Pages

Wednesday, April 21, 2010

বাড়িয়ে নিন পিসির গতি,নেটের স্পীডও বাড়বে দ্রুত

পিসির পারফরম্যান্স কমে যাওয়া বা স্লো হয়ে যাওয়া একটি কমন সমস্যা ।আমি আজকে যে সফটওয়্যারের কথা বলবো সেটি আপনার পিসির পারফরম্যান্স বাড়াতে যথেষ্ট সহায়ক হবে ।আর সফটওয়্যারটির সাইজও খুব বড় নয়।মাত্র ২ মেগাবাইটের এই সফটওয়্যারটি দিয়ে আপনি পিসির স্পীড বাড়নো ছাড়াও আরো যে সুবিধাগুলো পাবেন তা হলো-

-ডিস্ক ডিফ্রাগমেন্ট করতে পারবেন দ্রুত।
-Ram এর কতটুকু জায়গা ব্যবহার হয়েছে আর কতটুকু খালি আছে জানতে পারবেন।
-ইন্টারনেট ব্যবহারের ফলে তৈরী হওয়া অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে পারবেন

এখন আপনিই ভেবে দেখুন সফটওয়্যারটি আপনার কাজে লাগবে কি না।আমার পিসিতে তো ভালোই কাজে দিচ্ছে। Speeditup নামের এই সফটওয়্যারটি এখান থেকে নামিয়ে নিন-http://register.freeze.com/download/downloadpop.aspx?shortname=speeditup&a=8164&f=homepage

0 comments:

 
double glazing