Pages

Wednesday, April 21, 2010

সি ড্রাইভের যত্ন নেবে “সি ক্লীনার”

আপনি হয়তো জানেন না আপনার অজান্তে আপনার পিসিতে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমে আছে ।সি ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা হয়,যার ফলে এই অপ্রয়োজনীয় ফাইলগুলো সি ড্রাইভে জমা হয়।সি ড্রাইভ পরিস্কার করার জন্য আপনি “সি ক্লীনার নামক একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন।ছোট্ট এই সফটওয়্যারটি http://download.cnet.com/ccleaner/ থেকে ডাওনলোড করে নিন।
সফওয়্যারটি একবার ব্যবহার করলেই আপনি এর গুরুত্ব বুঝতে পারবেন।আমার কিছু বলার প্রয়োজন হবে না।

0 comments:

 
double glazing