Pages

Tuesday, April 20, 2010

জিমেইলে পাঠান যেকোন ফাইল

জিমেইলে কোন ফাইল পাঠাতে বা ডাউলোড করতে চাইালে একটু হিসাব করতে হয়। কারন জিমইলে .exe, .dll, .ocx, .com .bat ফরম্যাটের ফাইলগুলো সেন্ড (এট্যাচ করা) বা মেইলে আসা এইসব ফরম্যাটের ফাইল ডাউনলোড করতে দেয় না। কিন্তু জিমেইল অনান্য ফরম্যাট যেমন, zip, .tar, .tgz, .taz, .gz .rar পাঠাতে বা ডাউনলোড করতে দেয়। আর zip এর ভিতরে exe বা উপরোক্ত ফরম্যাটের ফাইল থাকলে সেগুলোও তা সেন্ড বা ডাউনলোড করা যায়না। তবে একটু চালাকি করলে এসব ফাইলও পাঠানো যায়।
আপনি যে ফাইলটি মেইল করতে চান সেটি যদি setup.exe ফাইল হয় তাহলে এক্সটেনশন রিনেম করে setup.exe.remove করে সেন্ড করুন। প্রাপক শুধু .remove মুছে ফেলবে তাহলে মূল ফাইল হয়ে যাবে। আর এ্যাপলিকেশন ফাইল যদি বেশী হয় তাহলে সেগুলো জিপ করে zip এক্সটেনশন রিনেম করে মেইল করতে পারেন। আর যদি .rar ফরম্যাটে জিপ করেন তাহলেতো কোন সমস্যায় নেই।

4 comments:

Unknown said...

how can I windows short time installation

Anonymous said...

how to speed up dial up modem speed?
already i use the At&fx command.is any new command available?

নাটের গুরু said...

Mr. কম সময়ে উইন্ডোজ ইনস্টল করার সিডি পাওয়া যায়।সেটি সংগ্রহ করুন।
Anonymous,শুধু কমান্ড দিলেই হবে না।নেট ব্যবহারের ফলে প্রচুর অপ্রয়োজনীয় ফাইল জমা হয়।সেগুলোও মুছে নিতে হবে।

Last Exile said...

like this idea .... I used to do the same

 
double glazing